কলকাতা

কালীপুজোর রাতে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানালেই শব্দবাজি রুখবে লালবাজার

কলকাতা হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে ৷ তবে কোনওভাবেই শব্দবাজি পোড়ানো যাবে না শহরে ৷ এবার সেই নির্দেশ কলকাতা শহর এবং শহরতলি অঞ্চলে আরও কড়াভাবে কার্যকর করতে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থা করল লালবাজার ৷ এজন্য দুটি নম্বর চালু করেছেন তারা ৷ নম্বরগুলি হল ৯৪৩২৬২৪৩৬৫( 9432624365) এবং ৯৮৭৪৯০১৫২২ (9874901522) ৷  সূত্রের খবর,  দিনরাত খোলা থাকবে এই দুটি ফোন নম্বর। অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে পুলিশের তরফে ৷ পাশাপাশি বাসিন্দারা ঘটনাস্থলের লোকেশনও পাঠাতে পারবেন বলে জানা গিয়েছে। ডায়াল ১০০-তে সরাসরি ফোন করেও সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। শুধু যে শব্দবাজির জন্য এই নম্বর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে তা নয় বরং একাধিক জায়গায় যদি ডিজে-গান বাজানো হয় তার জন্যও অভিযোগ জানানো যেতে পারে বলে খবর লালবাজার সূত্রের খবর।