খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ আর অনলাইনে নয় এবার পডুয়ারা ক্লাসে উপস্থিত হয়ে সরাসরি ক্লাস করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ে ৷ আগামী ১ ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে দশম থেকে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর ক্লাস ৷ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তবে নির্দেশিকায় বলা হয়েছে, যে সকল পড়ুয়াদের কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া আছে কেবল তারাই বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করতে পারবে । তবে ইতিমধ্যেই কর্মী, আধিকারিক, অধ্যাপকদের জন্য খুলে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল-কলেজগুলি খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই বিজ্ঞপ্তি জারি করে বুধবার থেকে 50 শতাংশ কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়ে খোলা হয়েছে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ৷