কলকাতা

বিধানসভা ভবন থেকে বালিগঞ্জের বাড়িতে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ

গতকাল রাত ৯.‌২২ মিনিটে প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই ছুটে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। যান মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ প্রায় গোটা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এসএসকেএম হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরাও। বৃহস্পতিবার রাতেই সুব্রত মুখার্জির দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার পিস ওয়ার্ল্ডে। সারা রাত সেখানেই রাখা হয় দেহ। শুক্রবার সকালে প্রথমে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয় পঞ্চায়েত মন্ত্রীর মরদেহ। শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দুপুর অবধি সেখানেই ছিল দেহ। দলমত নির্বিশেষে সেখানে প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এরপর সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ সহ মন্ত্রী পার্থ চ্যাটার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বালিগঞ্জে তাঁর বাড়িতে। তাঁর ক্লাব একডালিয়া এভারগ্রিনেও নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান। শেষকৃত্য হবে সেখানেই। দেওয়া হবে গান স্যালুট। সুব্রত মুখার্জির মৃত্যুতে সরকারি কার্যালয়ে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।