কলকাতা

ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল

ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল। সোমবার ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তাঁরা। হাওড়া ডুমুরজোলা স্টেডিয়াম থেকে একটি দল কপ্টারে করে যাবে পাথরপ্রতিমা এবং দ্বিতীয় দল যাবে গোসাবাতে। তৃতীয় দলটি সড়ক পথে দিঘা যাবে। ৩ দিনের সফরে তারা ৯ জুন অবধি রাজ্যেই থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ইয়াস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এদিন রাত 9 টা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তাঁরা। এখান থেকে তাজ বেঙ্গল এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাতজনের সদস্যের তালিকা রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি এসকে শাহী, নরেন্দ্র কুমার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সংযুক্তা কাঞ্জিলাল, দীপ শেখর সিংহাল, আলিকপান্থ দে, রাজীব প্রতাপ দুবে, আর বি কাউল। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ঘূর্ণিঝড় ইয়াসের ফলে প্রায় ২০০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট ২৮ মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।