সাতসকালে জোড়া অগ্নিকাণ্ড রাজধানীতে। আজ, শনিবার সকালে শহরের দুটি অতি সংকীর্ণ ও জনবহুল এলাকায় আচমকাই আগুন লেগে যায়। এদিন ভোর ৪টা নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির অন্যতম পরিচিত ও ব্যস্ততম বাজার, আজাদ মার্কেট এলাকায়। এখানার কয়েকটি দোকানে প্রথমে আগুন লাগে। যা পরে আশপাশের গুদাম ও দোকানঘরগুলিতেও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অপরদিকে, আনন্দ পার্বত এলাকায় একটি কারখানায় আগুন লাগে। খুব দ্রুত পাশের দু’টি বিল্ডিংয়েও তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একটি বিল্ডিং ভেঙে পড়ে যায়। অকুস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন ৬ জন। তাঁদের মধ্যে ৫ জনই দমকল কর্মী বলে জানা গিয়েছে। আহতদের বিএল আর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের চেষ্টায় এই আগুনও নিয়ন্ত্রণ করা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।