শহর কলকাতার বুকে গ্রেফতার মাদক পাচারকারী৷ উদ্ধার ২৬ কোটি টাকার মাদক৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তাপস রায়৷ তার কাছ থেকে ৫ কেজির বেশি মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতকে আজ রবিবার আদালতে তোলা হবে৷ পুলিশ জানিয়েছে, ধৃত তাপস রায় বীরভূমের বাসিন্দা৷ গোপন সূত্রে খবর পেয়ে তাকে ইএম বাইপাসের ক্যাপ্টেন ভেড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ তল্লাশি চালিয়ে তাপসের কাছ থেকে ৫ কেজি ১৭৭ গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে এসটিএফ৷ আন্তর্জাতিক বাজারে ওই মাদকের মূল্য ২৬ কোটি টাকা৷ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতা পুলিশের এসটিএফ ইএম বাইপাস এলাকায় হানা দেয়। এরপর তদন্তকারীরা হাতে বছর ছত্রিশের মাদক কারবারিকে পাকড়াও করে। তার কাছ থেকে একটি দামি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও প্রায় ৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ২৫ কোটি ৮৮ লক্ষ টাকা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম তাপস রায়। ৩৬ বছর বয়সি ওই মাদক কারবারি দুর্গাপুরের কাঁকসার বাসিন্দা। বীরভূমের দুবরাজপুর থানা এলাকাতেও একটি বাড়ি রয়েছে তার।