জেলা

ভোটের দায়িত্বে এসে মৃত্যু হল এক মহিলা ভোট কর্মীর

ভোটের দায়িত্বে এসে মৃত্যু হল এক মহিলা ভোট কর্মীর। ভোটের কাজে গিয়ে এমনই মর্মান্তিক ঘটনটি ঘটেছে রবিবার। ইভিএম বিতরণ কেন্দ্রে হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি কেন্দ্রে ইভিএম বিতরণের সময় মৃত্যু হয় ভোট কর্মী বছর ৪৫ এর অনিমা মুখোপাধ্যায়-র। তাঁর বাড়ি রূপনারায়ণপুরের গুরোদোয়ারা এলাকায়। জানা গিয়েছে, এদিন ভোটের দায়িত্ব নিতে ডিসিআরসি কেন্দ্রে এসেছিলেন সালানপুরের পিঠাইকেয়ারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা অনিমাদেবী। ইভিএম ও ভিভিপ্যাট বিতরণের সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। কর্মীদের অভিযোগ, এই সময় ডিসিআরসি কেন্দ্রে ছিল না কোনও মেডিক্যাল টিম। দীর্ঘক্ষণ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কেন্দ্রেই পড়েছিলেন অনিমাদেবী। তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে অন্যান্য ভোটকর্মীরাই গাড়ির ব্যবস্থা করে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত অনিমা দেবী স্বামীর সঙ্গে থাকেন না, রয়েছে এক ছেলে। সে ক্লাস নাইনে পড়ে। ঘটনা ফলে শোকের ছায়া নেমেছে তাঁর বাড়িতে।