কলকাতাঃ মধ্যরাতে কলকাতার রেড রোডে টপলেস অবস্থায় ঘুরছে এক তরুণী। ওই তরুণী ঊর্ধ্বাঙ্গের পোশাক নেই। পরনে নীল জিন্স পড়ে ঘুরে বেড়াচ্ছেন। এরপরই শুরু হয় ছোটাছুটি। পথচারীদের মারফত পুলিশের কানে পৌঁছয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ। অর্ধনগ্ন তরুণী নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কাল ঘাম ছোটে। জানা যায়, ‘নেশাগ্রস্ত’ অবস্থাতেই অর্ধনগ্ন হয়ে ঘুরছিলেন ওই তরুণী । ওই তরুণীকে পোশাক দিতে যান মহিলা পুলিশকর্মীরা। পোশাক তো তিনি নেনইনি। উল্টে গালিগালাজ শুরু করেন। এমনকি মারতেও উদ্যত হন বলে অভিযোগ। এরপর মিনিট পঁচিশের চেষ্টায় কোনও রকমে তরুণীকে তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনের পাশে ময়দান থানায়। যে বাইক আরোহী পুলিশকে খবর দিয়েছিলেন তিনিই বলেন তরুণীর পোশাক দেখে ভবঘুরে মনে হয়নি। জানা গিয়েছে, পদ্মপুকুরে তরুণীর বাড়ি। ২০১০ সালে তাঁর বাবা মারা যান । তারপর থেকে মা ও ভাইয়ের সঙ্গে থাকেন তিনি । মঙ্গলবার সন্ধ্যায় এক পুরুষ সঙ্গীর সঙ্গে কলকাতা ময়দানে বসে মদ্যপান করেন । তারপর সেই সঙ্গীর কাছেই ব্যাগ রেখে নেশাগ্রস্ত অবস্থায় রেড রোড ধরে হাঁটা শুর করেন। এমন সময় পথচারীরা তাঁকে প্রথম দেখে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় তাঁরাই।