ডেন্টাল কলেজের হস্টেল থেকে এক জুনিয়র মহিলা চিকিত্সকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন মানসী মণ্ডল নামে ২৬ বছর বয়সী ওই মহিলা চিকিত্সক। তবে ওই চিকিত্সকের কাছ থেকে কোনও সুইসাইড নোট না মেলায় কী কারণে আত্মহত্যা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সোয়া নয়টা নাগাদ আত্মঘাতী চিকিত্সক মানসী মণ্ডল তাঁর বন্ধুদের ফোন করে জানান, আজ কলেজে যেতে দেরি হবে। বেশ কয়েকটি ওষুধ খেয়ে তার পর যাবেন। কিন্তু বেশ কয়েক ঘন্টা বাদেও মানসীর দেখা না পাওয়ায় বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে দেন। হস্টেল সুপারকেও বিষয়টি জানানো হয়। মানসী যে ঘরে থাকতেন সেই ঘরে খুঁজতে গিয়ে দেখা যায়, ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে সাড়া না মেলায় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।