আগামী কাল, শনিবার এক জোড়া হাওড়া-বর্ধমান লোকাল বাতিল থাকবে। বেলুড় এবং বালি স্টেশনের মধ্যে রেলের জরুরি কিছু মেরামতির কাজ চলবে। সেই কারণে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। বাতিল ট্রেনগুলির নম্বর হল- হাওড়া থেকে ৩৬৮২৫ ও বর্ধমান থেকে ৩৬৮৪২। এছাড়াও আগামী কাল আরও একটি হাওড়া-বর্ধমান লোকালের সময়সূচি বদল হচ্ছে। ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল বেলা ১২টা ৫ মিনিটের পরিবর্তে ১২টা ৪০ মিনিটে যাত্রা শুরু করবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য তারা দুঃখিত। তবে এই সংস্কার কাজ সম্পন্ন হলে ট্রেন পরিচালন ব্যবস্থা আরও মসৃণ হবে বলে দাবি রেল কর্তাদের।