জেলা

আলিপুরদুয়ারে ডাম্পারের ধাক্কায় মৃত এক স্কুল ছাত্রী, আহত ১

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের তপসীখাতা বাজার এলাকায়। ত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আলিপুরদুয়ারের শালবাড়ির বাসিন্দা স্কুল ছাত্রী শুভ্রা বর্মন তার কয়েকজন বন্ধুর সঙ্গে তপশিখাতা বাজার এলাকায় টিউশনের জন্য যায়। সেসময় তপশিখাতা বাজার এলাকায় সোনাপুরগামী ১টি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যদিকে থাকা ওই স্কুল ছাত্রীদের সজোরে ধাক্কা মারে। বেশ কয়েকটি দোকান ঘর ভেঙে ঢুকে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভ্রা বর্মনের। গুরুতর আহত অবস্থায় শুভ্রার বান্ধবী পারুল রায়কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।