‘জয় শ্রীরাম’ না বলায় খুন হলেন এক ট্যাক্সিচালক। তাঁর নাম আফতাব আলম (৪৫)। রবিবার গ্রেটার নয়ডায় এই ঘটনাটি ঘটেছে। তিনজন যাত্রীকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন ত্রিলোকপুরীর বাসিন্দা আফতাব। অভিযোগ, তখনই তাঁকে ওই তিন চালক জয় শ্রীরাম বলতে বলে। আফতাব না বলায় তাঁর উপর চড়াও হয় তিন অভিযুক্ত। গণপিটুনির জেরে সোমবার মারা যান ট্যাক্সিচালক। যদিও, পুলিস এই ঘটনায় সাম্প্রদায়িক রং দিতে নারাজ। তাদের দাবি, ভাড়া নিয়ে বচসার জেরে খুন হতে পারেন আফতাব। মৃত্যুর আগে ছেলে আলমকে ফোন করেছিলেন আফতাব। সেখানে তিনি অভিযোগ করেন, প্রথমে আমাকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়। আমি তা না বললে, পরে আবার ‘বোল জয় শ্রীরাম’ এবং ‘ভাই তু জয় শ্রীরাম বোল’ বলে ওরা। তারপরেই আফতাবকে বেধড়ক মারধর করা হয়। রাতে টহল দেওয়ার সময় বদলাপুর-দাদরি বাইপাস সংলগ্ন রাস্তায় একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিস। চালকের আসনের পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন আফতাব। দেখামাত্রই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মধ্য নয়ডার ডেপুটি কমিশনার হরিশ চান্দের। সোমবার প্রাণ হারান আফতাব। দুষ্কৃতীরা তাঁর মোবাইল নিয়ে চম্পট দিয়েছে। ফেরার অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।