জেলা

বাইক করে বাড়ি ফেরার পথে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি  চঞ্চল বক্সিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদে । পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি জানিয়েছেন, শ্যামল বক্সি ও তাঁর ছেলে চঞ্চল বক্সি একটি দলীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৫টি গুলি ছোড়ে তাঁদের লক্ষ্য করে। ৩টি গুলি লাগে চঞ্চল বক্সির গায়ে । খবর পেয়ে দলীয় কর্মীরা তাঁকে আউশগ্রাম দু’নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক । পানাগড়ের বাসিন্দা তথা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমণ শর্মা বলেন, ‘‘ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি এই ধরনের কাজ করে না । তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে ৷ এটা নিজেরাই করেছে। বিজেপির কোনও যোগ নেই এই ঘটনায়।’’ এবিষয়ে মৃতের বাবা শ্যামল বক্সি বলেন, “দুটো বাইকে মোট চারজন এসেছিল। সঙ্গে প্রচুর অস্ত্র ছিল। ছেলেকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তবে তাড়াহুড়োয় একটা অস্ত্র ফেলে দিয়েছে।” ভালকি অঞ্চলের তৃণমূলের সভাপতি বলেন, “আমার গাড়ি পিছনে ছিল। চোখের সামনে ঘটনাটি দেখেছি। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”