ফের মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গের উপর গুলি চালানোর ঘটনা ঘটল। যার জেরে চাপের মুখে প্রশাসন। মিনিয়াপোলিসের পর এবার ঘটনা উইসকনসিন প্রদেশের কেনোশা শহরে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ওই শহরে। অভিযোগ, জেকব ব্লেক নামে কৃষ্ণাঙ্গ যুবককে লক্ষ্য করে পরপর সাতটি গুলি চালায় পুলিশ। এই খবর সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য ইট, বোতল, বোমা ছুঁড়তে থাকেন তাঁরা। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করে প্রশাসন। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল ওই যুবক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জেকব মাথা নিচু করে রাস্তায় পার্ক করা গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। পরনে সাদা হাত কাটা গেঞ্জি এবং কালো হাফ প্যান্ট। তাঁর পিছনেই পিস্তল হাতে দুজন পুলিশ।জেকবের গেঞ্জি ধরে টানতে থাকে পুলিশ। জেকব গাড়ির দরজা খুলতে গেলে গুলি চালানো হয়। স্পষ্টতই, এই ঘটনা জর্জ ফ্লয়েডকে মনে করিয়ে দেয়। কয়েক মাস আগে মিনিয়াপোলিসে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।পুলিশের থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্থানীয় প্রশাসন। ওই ঘটনায় জড়িত পুলিশ অফিসারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কেন ওই যুবককে গুলি করা হলো তার ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।তবে ইতিমধ্যেই মোবাইলে তোলা এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই স্যোশাল সাইটগুলিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, নিজের এসইউভির পাশ দিয়ে হেঁটে ড্রাইভারের দিকের দরজার সামনে আসেন ব্লেক। সেসময় ঘটনাস্থলে থাকা কয়েকজন অফিসার জেকবের দিকে বন্দুক তাক করে চিত্কার করেন। ড্রাইভারের দরজা খুলে, গাড়িতে ঝুঁকলে পিছনে থেকে এক অফিসার এসে জেকবের জমার কলার ধরেন। তিনি ঘুরে দাঁড়াতেই শুরু হয় গুলিবৃষ্টি। ভিডিওটিতে অন্তত সাতটি গুলির শব্দ পাওয়া গিয়েছে। তবে গুলি একজনই চালিয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেট-দুনিয়ায়। অন্যদিকে, দোষীদের শাস্তি চাইলেও শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন জেকবের মা।