সদ্য ৬০-এ পা দিয়েছেন অভিনেতা আমির খান। ‘লাল সিং চাড্ডা’র পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন আমির খান, কিন্তু ক্যামেরার আড়ালে থেমে ছিল না তাঁর সৃষ্টিশীলতা। এবার ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে এলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। চালু করলেন নিজের ইউটিউব চ্যানেল ‘আমির খান টকিজ’। ইনস্টাগ্রামে এক ভিডিওতে আমির জানান, তাঁর দীর্ঘ কেরিয়ারের নানা অভিজ্ঞতা, সিনেমার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। বললেন, “প্রতিটি দৃশ্যের পেছনে থাকে একটা গল্প। সেই গল্পগুলো এতদিন বলার সুযোগ হয়নি। এবার সে সুযোগ তৈরি করলাম।” এছাড়াও, টেকনিশিয়ান, পরিচালক ও লেখকদের কাজের কথা উঠে আসবে চ্যানেলে। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা গল্পও শেয়ার করবেন তিনি। সিনেমার নির্মাণ প্রক্রিয়ার অদেখা কিছু মুহূর্ত, বিশেষ দৃশ্য ও শুটিংয়ের মজার অভিজ্ঞতাও থাকবে সেখানে। অনেক ছবির ক্ষেত্রে এমনটা দেখা যায়, খুব যত্ন নিয়ে তৈরি করা মুহূর্ত নানা কারণে সেন্সরের কাঁচির আওতায় পড়ে ছবি থেকে বাদ হয়ে যায়। সেই সব আনকাট দৃশ্যগুলোও এই চ্যানেলে তুলে ধরা হবে জানানো হচ্ছে। দীর্ঘ কেরিয়ারে বহু অদেখা মুহূর্তের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। মাঝে মধ্যে সেই সকল বিশেষ মুহূর্তও ভাগ করে নিতে পারেন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে। এই চ্যানেল নিয়ে তাই আমির অনুরাগীদের মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।
