দেশ

গোয়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতাকে অনুকরণ কেজরিওয়ালের

বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র সুবিধা পেয়েছেন মহিলারা। সেই সাফল্যকে পাথেয় করে গোয়ায় ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এবার নির্বাচনী প্রতিশ্রুতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করলেন আম আদমী পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল সুপ্রিমোকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন আম আদমি পার্টির প্রধান ? গোয়ার জন্য যে ১৩দফা দাওয়াই দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তাতে অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার ৪০টি বিধানসভা আসনে ৷ সেই লড়াইয়ে যত বেশি সম্ভব ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য চেষ্টায় কোনও খামতি রাখছেন না তিনি ৷ আর এবার সেই মাটিতে দাঁড়িয়েই গোয়া নিয়ে তাঁদের স্বপ্নের পরিকল্পনার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

রবিবার সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানান, আগামী দিনে তাঁদের দল গোয়ায় সরকার গড়লে ১৮ বছর ও তার বেশি বয়সী সমস্ত মহিলাকে ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ৷ কর্মহীন যুবক-যুবতীরা মাসে ভাতা পাবেন ৩ হাজার টাকা ৷ কেজরিওয়ালের এই ঘোষণা তৃণমূল কংগ্রেসের অতি বড় সমালোচককেও তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে ৷ বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বাজিমাৎ করার পর একই ধাঁচে গোয়ার মহিলাদের জন্যও ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের আশ্বাস, গোয়ার ক্ষমতায় এলে গৃহলক্ষ্মীর আওতায় প্রত্যেক মহিলাকে মাসে ৫ হাজার টাকা ভাতা দেবে তারা ৷ এছাড়াও রয়েছে জমির মালিকানার প্রতিশ্রুতি ৷ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁদের দল সরকার গড়লে গোয়ার বাসিন্দারা তাঁদের বসত জমির মালিকানা পাবেন ৷ ক্ষমতায় আসার মাত্র ছ’মাসের মধ্যেই জমির মালিকানা সংক্রান্ত নথি বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে ৷ এই একই প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসও দিয়েছে ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তৃণমূল কংগ্রেস হাজির করেছে ‘মাজে ঘর, মালকি হক’ প্রকল্প ৷ বলা হচ্ছে, পদ্ম তুলে ফেলে গোয়ার মাটিতে ঘাসফুল ফোটালেই প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় বসত জমির মালিকানা পাবেন বাসিন্দারা ৷ সব মিলিয়ে গোয়ার জন্য ১৩ দফা প্রতিশ্রুতির বহর সাজিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷