দেশ

মাথায় গুলি লেগে মৃত্যু আপ বিধায়কের, মৃত্যুর তদন্তে পুলিশ

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনের আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গোগি বাসসির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল শুক্রবার গভীর রাতে। তবে তাঁর মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি আপ বিধায়ককে শুক্রবার রাত ১২টা নাগাদ দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলা আপ সভাপতি শরণপাল সিং মক্কর এবং পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রহস্যনক ভাবে বিধায়কের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ। বিধায়কের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে লুধিয়ানার পুলিশ কমিশনার চাহাল হাসপাতালে পৌঁছে যান। তিনি হিন্দুস্তান টাইমসের সংবাদদাতাকে জানান, ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে বিধায়ক বাসি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত গুলি চালানোর কারণে তাঁর মৃত্যু হয়েছে। ২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন গুরপ্রীত গোগি বাসসি। নির্বাচনে লুধিয়ানা (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের দু’বারের বিধায়ক ভারত ভূষণ আশুকে পরাজিত করেছিলেন তিনি। তাঁর স্ত্রী সুখচেন কৌর গোগিও পৌর কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন তবে কংগ্রেস প্রার্থী ইন্দ্রজিৎ সিং ইন্ডির কাছে হেরে গিয়েছিলে তিনি। এর আগে শুক্রবারই লুধিয়ানায় পঞ্জাবের বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান এবং সাংসদ সন্ত বাবা বলবীর সিং সিচেওয়ালের সঙ্গে বুদ্ধ নালার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। মৃত্যুর আগে শুক্রবার তিনি প্রাচীন শীতলা মাতা মন্দিরেও যান। দু’দিন আগে মন্দির থেকে রুপোর গয়না চুরি গিয়েছিল। এই আবহে সেখানে গিয়ে তিনি ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মন্দির থেকে চুরি করা চোরের দলের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়া হবে।