দেশ

দিল্লিতে গ্রেফতার আপ সাংসদ নরেশ বালিয়ান

দিল্লিতে গ্রেফতার আপ সাংসদ নরেশ বালিয়ান। তোলাবাজির অভিযোগে সাংসদকে গ্রেফতার করা হয়েছে। নরেশ দিল্লির উত্তম নগর বিধানসভার সাংসদ। আর কে পুরমে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা আপ সাংসদকে জিজ্ঞাসাবাদ চালায়,পরে কথায় অসঙ্গতি পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আপ সাংসদকে তোলাবাজির অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। গত বছর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সরব হয় বিজেপি। তাদের অভিযোগ, নরেশ বালিয়ান তোলাবাজির মতো ঘটনায় জড়িত,অথচ এখনও চুপ করে আছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।  সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায়ে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে সাংসদ বালিয়ানকে গ্যাংস্টার কপিল সাংওয়ানের সঙ্গে কথোপকথন করতে শোনা গেছে। ওই গ্যাংস্টার বর্তমানে বিদেশে থাকে। সেই কথোপকথনে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির টাকা আদায়ের বিষয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। তবে এই বিষয়ে আরও তদন্ত চলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, যেহেতু অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে লাগাতার বেড়ে চলা অপরাধ নিয়ে সুর চড়িয়েছেন, তাই বিজেপি সরকার তাদের দলের নেতাদের হেনস্থা করতে শুরু করেছে। বালিয়ানকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। হাই কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও বিজেপি একটি ভুয়ো অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে।