দেশ

এবার সিবিআই হেফাজতে কেজরিওয়াল, প্রতিবাদে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ আপের

কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবার প্রতিবাদে পথে নামল আপ। শনিবার বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাল আপের নেতারা। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আপের সমস্ত সাংসদ, বিধায়ক, কাউন্সিলরর এবং কর্মীরা বিক্ষোভ দেখায়। দিল্লির মন্ত্রী অতিশীও এদিনের বিক্ষোভ অভিযানে যোগ দেন। প্রশাসনের পক্ষ থেকে বিজেপির অফিসের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেডের পাশাপাশি এদিন নিরাপত্তার জন্য তৈরি ছিল সেনাবাহিনীও। ইতিমধ্যেই ৩ দিনের সিবিআই হেফাজত হয়েছে কেজরিওয়ালের। তিহার জেলে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআই সেখানে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে আদালত।