দেশ

শিড়দাঁড়া বিক্রি করব না, ১০ পয়সার দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজিঃ অভিষেক

শিড়দাঁড়া বিক্রি করবেন না, তাঁর বিরুদ্ধে কেউ যদি ১০ পয়সারও আর্থিক জালিয়াতি প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসিকাঠে ঝুলতেও রাজি আছেন তিনি ৷ বিধানসভা ভোটের প্রচার মঞ্চে বারবার এই কথা শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায় ৷ রাজ্য়ে তৃতীয়বারের জন্য তৃণমূলের সরকার গঠিত হওয়ার প্রায় চারমাস পর আবারও সেই কথা সকলকে মনে করিয়ে দিলেন তিনি ৷ কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি ৷ সোমবার তাদের দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের ৷ তার একদিন আগেই আজ (রবিবার) বিমানে দিল্লি রওনা দেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘আমি আগেও বলেছি, আমার পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই ৷ ১০ পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি আছি আমি ৷ আজও সেই একই কথা বলছি । যে কোনও তদন্তের সামনা-সামনি হতে আমি প্রস্তুত ৷ কলকাতায় ইডির দফতর থাকতেও আমাকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে ৷ আমি যাব সেখানে ৷ আমি যাচ্ছিও ৷’’ অভিষেকের স্পষ্ট ইঙ্গিত, প্রতিহিংসাপরায়ণ হয়েই বিজেপি এসব কাণ্ড ঘটাচ্ছে ৷ বাংলার ক্ষমতায় আসতে না পেরেই তৃণমূলের সঙ্গে গেরুয়া শিবির এমন আচরণ করছে বলে অভিযোগ তাঁর ৷ বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘‘বিজেপির যে কোনও সর্বভারতীয় নেতা পাঁচ মিনিট আমার সঙ্গে বসুন ৷ চ্যানেল, জায়গা, সময় সব আপনারা নির্বাচন করুন ৷ আমি সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব ৷ গত পাঁচ বছরে কোন কেন্দ্রীয় সংস্থা কীভাবে কাজ করেছে, গত সাত বছরে কেন্দ্রের বর্তমান সরকারের জমানায় কোথায় কী কী হয়েছে, সব স্পষ্ট বুঝিয়ে দেব ৷ আমার বিরুদ্ধে কোনও দুর্নীতি প্রমাণ হলে আর রাজনীতির ময়দানেই থাকব না ৷’’