মঙ্গলবার সিজিওতে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাঠানো ৮ জুনের সমনের পরিপ্রেক্ষিতে এদিন সিজিও কমপ্লেক্সে ইডি হাজিরা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। পাল্টা চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকার জেরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই তিনি ইডিকে চিঠি দিয়েছেন। সকাল ১১ টায় তাঁকে তলব করা হয়েছিল। সেই সময় তিনি ফের একবার হয় প্রতিনিধি মারফত অথবা ইমেল মারফত এই বিষয়টি আরেকবার ইডি আধিকারিকদের অবগত করবেন বলে খবর। কর্মসূচি শেষ হলে, তিনি ইডিকে সহযোগীতায় প্রস্তুত বলেও এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হতে পারে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ক নিজাম প্যালেসে দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন।