‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে চান।’ সুপারিশ আসতেই এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তৃণমূলের একাংশের পাশাপাশি লালু প্রসাদ যাদবের মতো জোট শরিকদের মধ্যে অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। সম্প্রতি মমতাও এই প্রসঙ্গে বলেন, দায়িত্ব পেলে বাংলায় বসেই সেই দায়িত্ব সামলে নিতে পারবেন তিনি। এই আলোচনার ঝড়ের মধ্যেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে জোটের মধ্যে আলোচনার দাবি করলেন অভিষেক। তাঁর কথায়, “ইন্ডিয়া জোট এই বিষয়ে বসে আলোচনা করবে। মমতা এই জোটের সব চেয়ে প্রবীণ নেতা। মুখ্যমন্ত্রী হিসাবেও এটি মমতার তৃতীয় মেয়াদ। শুধু তাই নয়, এর আগেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলেই মনে করেন বলে সোমবার জানিয়েছেন অভিষেক।