দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টার কিছু আগে হাজিরা দিতে ইডি-র দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, ইডির দফতরের তিনতলার একটি ঘরে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা চলছে । ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ তাঁদের হাতে এসেছে । দু’টি বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টে নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের । সে ব্যাপারে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারেও বলেও সূত্রের খবর । শুধু অভিষেকই নন, রুজিরাকেও তলব করা হয়েছে । ইডির তলবে সাড়া দিয়েই রবিবারই সস্ত্রীক দিল্লিতে যান অভিষেক । রবিবার দিল্লি রওনা হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি স্পষ্ট ভাষায় বললেন, ‘‘বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি । সুপ্রিম কোর্টে যাব ।’’