দেশ

‘বিজেপির বিরুদ্ধে লডা়ই টুইটার-ফেসবুকে হয় না’, কংগ্রেসকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে মাঠে নেমে লড়াই করতে হয়। ফেসবুক আর টুইটারে লড়াই হয় না। অসমের মাটিতে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর এই বার্তার লক্ষ্য যে কংগ্রেস, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃতীয়বার বাংলা জয়ের পর থেকেই তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত। আগামী বছর উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। নির্বাচনে জয় পেতে বিজেপি বিরোধী শক্তিশালী  জোট গঠন দরকার। সেই উদ্দেশ্যে অসম রাজ্যে সংগঠন মজবুত করছে তৃণমূল। এবার সংগঠন এবং জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতে আজ একদিনের সফরে অসম এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে রিপুন বোরা, সুস্মিতা দেবের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ রাতেই আবার কলকাতা ফিরে আসার কথা তাঁর। অসমে পৌঁছে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে রয়েছেন রিপুন বোরা, সুস্মিতা দেব-সহ তৃণমূলের একাধিক নেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অসম সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অসমে একটি পার্টি অফিসের উদ্বোধন করবেন। আপাতত মেঘালয় যাচ্ছেন না অভিষেক।