দেশ

‘মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, এক ইঞ্চিও জমি ছাড়ব না আমরা’, বিপ্লব দেবকে তোপ অভিষেকের

ত্রিপুরায় তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনায় বিপ্লব দেবের সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পোলো টাওয়ার্সে সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘বাংলায় দুয়ারে সরকার চলছে, আর বিপ্লব দেবের মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা ৷ তিন বছরে রাজ্যকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ৷’’তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘ডবল ইঞ্জিন সরকারে এখানে ছোট চোর চুরি করছে, ওপরে দুটো চোর বসে চুরি করছে ৷ এখন তৃণমূলের ভয়ে জিনিসের দাম কমাচ্ছে ৷ দেশে তৃণমূল ছাড়া কোনও বিরোধী নেই ৷’’  তিনি এও বলেন, ত্রিপুরায় সংগঠন গড়তে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে তৃণমূল। কিন্তু যতই হামলা হোক ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়বে না

তৃণমূল কংগ্রেস, আগরতলায় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে ইডি, সিবিআই, পুলিশ, সিআইএসএফ, প্যারামেলিটারি ফোর্স ব্যবহার করুন, কিছুই যায় আসে না, আপনাদের হারাতে এসেছি। ত্রিপুরার মানুষদের হাতে তুলে দেওয়া হবে ত্রিপুরা। ততদিন পর্যন্ত এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ, পুলিশকে বলব নিজের কর্তব্য পালন করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, পায়ের তলার মাটি সরে গিয়েছে। নির্লজ্জ বিপ্লব দেব, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। বাইক বাহিনী কিংবা গুন্ডাবাহিনী পাঠাচ্ছেন, সেই সময়টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য দিলে রাজ্যের উন্নতি হত। এখানে শিল্প নেই, কী করে হবে? যারা কথায় কথায় হামলা করছে, গুন্ডাবাহিনী পাঠাচ্ছে, বাইক জ্বালাচ্ছে, থানায় হামলা করছে কীভাবে শিল্প হবে? তাই ভরসা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ত্রিপুরার মানুষের সুদিন ফিরবে।