বাংলার দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে যে বিতর্ক চলছে, সেই প্রসঙ্গে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দুর্গাপুজোয় সরকারি অনুদানের সঙ্গে বিজেপির সরকারের তৈরি মূর্তির প্রসঙ্গ টানলেন ৷ প্রশ্ন তুললেন, তিন হাজার কোটি টাকার মূর্তি তৈরি করলে কোনও দোষ নেই ৷ আর দুর্গাপুজোর অনুদান দিলে দোষ ? বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেখানেই বক্তৃতা করতে গিয়ে দুর্গাপুজোর প্রসঙ্গ তোলেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, বিজেপি কয়েক বছর আগে বলত যে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না ৷ অথচ কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর থেকে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে ৷ এই বক্তব্যের মাধ্যমেই তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলায় দুর্গাপুজো নিয়ে বিজেপি এতদিন মিথ্যা অভিযোগ করত ৷ সেই সময়ই তিনি দুর্গাপুজোকে দেওয়া রাজ্য সরকারের অনুদানের প্রসঙ্গ টানেন৷ আর বিজেপি সরকারের মূর্তি তৈরির সঙ্গে তুলনা করেন ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেন রাজ্য সরকারের মাধ্যমে ৷ আগে পুজো কমিটি পিছু ৫০ হাজার টাকা দেওয়া হত ৷ এই বছর তা বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে ৷ এই নিয়ে অনেকেই ক্ষুব্ধ ৷ বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের যখন ডিএ বকেয়া রয়েছে, তখন কেন পুজোর অনুদান দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে ৷ এই নিয়ে মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ বৃহস্পতিবার অভিষেক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পালটা প্রশ্ন তুলেছেন যে কেন দুর্গাপুজোর অনুদান নিয়ে প্রশ্ন করা হবে ? কেন 3 হাজার কোটি টাকার মূর্তি নিয়ে প্রশ্ন করা হবে না ?