ইদের সকালে রেড রোডের জনসমুদ্রের উদ্দেশে ঐক্যের বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বক্তব্য রাখতে উঠে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু । জানালেন, “বাংলাকে কেউ ভাঙতে এলে, তারা নিজেরাই গুঁড়িয়ে যাবে । এই মাটির শক্তি তারা জানে না ।” ঈদের নমাজে রেড রোডে উপস্থিত হয়ে জনতার উদ্দেশে অভিষেক বলেন, “যাঁরা ভেদাভেদের রাজনীতি করেন তাঁরা ভুলে যান, যে চাঁদ ঈদের বার্তা দেয়, সেই চাঁদ দেখেই করওয়া চৌথও হয় । ধর্ম দিয়ে, জাত দিয়ে, ভাষা দিয়ে বাংলা বা দেশকে ভাঙার চেষ্টা করলে তা সফল হবে না। আমি আজীবন বাংলার অখণ্ডতা রক্ষার স্বার্থে কাজ চালিয়ে যাব ।” অভিষেক এদিন আরও বলেন, “এই দেশ যতটা হিন্দুদের, ততটাই মুসলমানদেরও । দেশ কারও একার নয়, কোনও একটি ধর্মের জন্য নয় । কারও বাবার নয় এই দেশ । দেশটা সবার ।” তাঁর অভিযোগ, “কেউ বলছেন হিন্দুরা বিপদে, কেউ বলছেন মুসলিমরা বিপদে । আমি বলি, বিজেপির চশমা খুলে দেখুন, গোটা দেশ বিপদে । বিপদে আছে দেশের সংবিধান, দেশের মানুষ । তাই আজ ঐক্যবদ্ধ থাকার সময় ।” রেড রোড থেকে এদিন তাঁর অঙ্গীকার, “যতই চেষ্টা করুক ওরা, বাংলায় ওরা সফল হতে পারবে না । মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা বাংলার ঐক্যকে অটুট রাখব ।”
