দেশ

ত্রিপুরা থেকে বিজেপিকে উপড়ে ফেলার হুঁশিয়ারি অভিষেকের, আহত যুবনেতাদের নিয়ে ফিরছেন কলকাতায়

গ্রেফতার হওয়া আহত কর্মীদের জামিন মঞ্জুর না হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন অভিষেক। রবিবার আগরতলার বিশেষ আদালতে তোলা হয় সরকারি কোভিডবিধি ভেঙে গ্রেপ্তার হওয়া তৃণমূলের যুব নেতা-নেত্রীদের। বিকেলে যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও যুবনেত্রী জয়া দত্তর জামিন মঞ্জুর হয় ।  সূত্রের খবর, আহতদের দ্রুত চিকিত্‍সার প্রয়োজন, সেই কারণেই জরুরি ভিত্তিতে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গতকাল রাতে যে যুবনেতারা আহত হয়েছেন, প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেল তেমন কোনও চিকিত্‍সা মেলেনি তাঁদের। তাই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে কলকাতা ফিরছেন তাঁরা। নিজের টুইটার হ্যান্ডল থেকে টুইট করে অভিষেক, ‘ত্রিপুরায় তৃণমূলের গ্রেফতার হওয়া কর্মীদের জামিন মঞ্জুর হয়েছে। সত্যমেব জয়তে। আমি তাঁদের নিয়ে

চিকিত্‍সার জন্য কলকাতায় ফিরে যাচ্ছি, এখানে তাঁদের চিকিত্‍সার বন্দোবস্ত করা হয়নি।’ তিনি এও লেখেন, ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘বিপ্লব দেব আপনি সব রকমের চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আপনার সব চেষ্টাই ব্যর্থ হবে। আমার কথাগুলি মনে রাখবেন।’ ত্রিপুরার রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, নিজের টুইটে শেষাংশে অভিষেক বুঝিয়ে দিয়েছেন, এ ভাবে আক্রমণ ও মামলা দিয়ে তৃণমূল নেতৃত্বের ত্রিপুরা আসা রোখা যাবে না। তিনিও যে ফের ত্রিপুরা আসবেন তা-ও বুঝিয়ে দিয়েছেন অভিষেক। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেছেন, ”আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব রকম ভাবে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আহত কর্মীদের নিয়ে তিনি কলকাতায় ফিরে গেলেও, আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগে থাকবেন।” দেখুন ভিডিও –