বিদেশ

অস্ট্রেলিয়ায় মৃত প্রায় ৩৫০ তিমি

গত কয়েকদিনে পশ্চিম অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে ভেসে আসা প্রায় ৩৫০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। এছাড়াও উদ্ধারকর্মীদের তৎপরতায় ১০৮টি তিমিকে সমুদ্রে ফেরানো গিয়েছে। মৃত তিমিদের দেহ সরানোর কাজ শুরু করে দিয়েছেন বনকর্মীরা। পাশাপাশি, এতগুলি তিমির দেহ সরাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। প্রতিবছর অস্ট্রেলিয়ার উপকূলে তিমিদের মৃত্যুর পিছনে কী রহস্য রয়েছে, এনিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু গবেষক মনে করেন, খাবারের সন্ধানে উপকূলের কাছাকাছি এসে আটকে পড়ে তিমিদের দল। সেখান থেকে ফেরার রাস্তা না পেয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাসমানিয়ার ওয়াইল্ড সার্ভিস আধিকারিক নিক ডেকা বলেন, সোমবার থেকে সমুদ্র সৈকতে ঝাঁকে ঝাঁকে তিমি ভেসে আসছে। সৈকতের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলি আটকে পড়ে। তবে সুখবর এটাই যে, ১০০-র বেশি তিমিকে আমরা বাঁচাতে পেরেছি।