বিদেশ

কাবুল বিমানবন্দরে এখনও ৫ হাজার ২০০ মার্কিন সেনা আছে, উড়ানের জন্য নিরাপদ, জানালো পেন্টাগন

কাবুলের মাটিতে এখনও ৫,২০০ মার্কিন সেনা রয়েছে গিয়েছে। ধীরে ধীরে আমেরিকায় ফেরানো হচ্ছে তাদের। আর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরও এখন সম্পূর্ণ নিরাপদ। সেখানে উড়ান চলাচল অব্যাহত। জানালেন আর্মি মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক টেলর। আমেরিকার জয়েন্ট স্টাফ লজিস্টিকস–এর ভাইস ডিরেক্টর টেলর। তিনি বৃহস্পতিবার জানালেন, ‘‌কাবুল বিমানবন্দরে

এখন ৫,২০০ মার্কিন সেনা রয়েছে। কাবুল বিমান বন্দর সম্পূর্ণ নিরাপদ। উড়ান চলাচল অব্যাহত। ১৪ আগস্ট, যবে থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, তখন থেকে ৭০০০ মার্কিন সেনাকে এদেশে ফেরানো হয়েছে।’‌ সিএনএন–কে একটি সাক্ষাৎকারে টেলর জানিয়েছেন, ‘‌আমরা কড়া নজর রাখছি। আমেরিকানদের সুরক্ষার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লক্ষ্য পূরণের জন্য

আমাদের ভাণ্ডারে থাকা সব যন্ত্রই ব্যবহার করব। যত দ্রুত সম্ভব, সুরক্ষিতভাবে আমরা আমেরিকানদের সরিয়ে আনব।’‌ পাশাপাশি তিনি এও বলেন, আমেরিকানদের আফগানিস্তান থেকে সরিয়ে না আনা পর্যন্ত কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষিত রাখা হবে। এখন এটাই তাদের লক্ষ্য। কাবুলে দূতাবাস থেকে নিজেদের কর্মীদের সরাতে থাকে আমেরিকা। কপ্টারে চাপিয়ে সেখান থেকে বের করে আনা হয় কর্মী, জওয়ানদের।