ভাইফোঁটার দিন সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। সকাল ৯টা নাগাদ বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। তারপর স্কুটার আরোহী রাস্তায় ছিটকে পড়লে তাঁকে পিষে দেয় ওই বাসটি। তড়িঘড়ি ওই আহত বাইক আরোহীকে পথচলতি মানুষ এবং ট্রাফিক গার্ডের কর্মীদের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে ওই স্কুটার আরোহীকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা ঘটতেই বাগবাজার-গড়িয়া স্টেশন রোডের ওই বেসরকারি বাসের চালক বাস থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যান। ওই অবস্থাতেই বাসটি আরও এগোতে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাসের মধ্যে চিৎকার শুরু করতে থাকেন আতঙ্কিত যাত্রীরা। শেষ পর্যন্ত এক যাত্রীই সেই বাসটিকে থামান। যার ফলে কোনওক্রমে রক্ষা পায় তাঁরা। বাসের কন্ডাকটরকে পাকড়াও করা হয়েছে। সার্ভে পার্ক থানার পুলিশ তাঁকে আটক করেছে।