কলকাতা

সিগন্যাল ভেঙে একের পর এক গাড়িকে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা চিংড়িঘাটায়, আহত ৮

চিংড়িঘাটায় দিনে দুপুরে বেপরোয়া গাড়ি ধাক্কা মারল একের পর এক গাড়িকে। সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। পুলিশ গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশকেও ধাক্কা মারার চেষ্টা হয়। বৃহস্পতিবার দুপুরে শেষে ওই গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। জখম হয়েছেন আট জন। আহতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রাইভেট চার চাকা গাড়ি নিক্কো পার্কের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। বেশ কয়েকজন পথচারীকেও ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর যখন চিংড়িঘাটা মোড়ে সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকাতে যায় তাকেও ধাক্কা মারে বলে অভিযোগ। তারপরে গাড়িটি গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির ভিতরে দুজন ছিলেনঘটনায় তাঁরা গুরুতর জখম হয়েছেন। সিভিক ভলেন্টিয়ার সহ আহত দুজনকে শুশ্রুষার জন্য বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় চার জনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ। কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিত্তরঞ্জন হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে যাঁদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের মধ্যে তিনজন আশঙ্কাজনক।