দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। যার জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কিছু যাত্রী। জানা গিয়েছে, সোমবার রাত আটটা নাগাদ ৫০-৬০ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে হাওড়ায় ফিরছিল বাসটি। রেষারেষি করতে গিয়ে আচমকাই ওই বাসটির স্টেয়ারিং আটকে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের ফুটপাথে উঠে যায় বেসরকারি বাস। সেখানেই রেলিং গুলতে সজোরে ধাক্কা মারে, এর ফলে গুরুতর আহত হন বেশ কিছু যাত্রী। এই ঘটনায় বাসযাত্রীরা নয়, আহত হয়েছেন কিছু পথচারী। জানা গিয়েছে রক্তাক্ত অবস্থায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা কিছু যাত্রী জানিয়েছেন, হাওড়া ব্রিজে ওঠার আগে থেকেই খুবই ধীর গতিতে চলছিল বাসটি। কিন্তু পিছনে একই রুটের একটি বাস আসায় আচমকা গাড়ির গতি বাড়ায় ওই বাসটি। এর ফলে ব্রিজে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। অফিস ফেরতের সময়ে বাসে ভিড় থাকে, সঙ্গে হাওড়া ব্রিজের ফটপাথে ভিড় থাকেই। তাই এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে।