কলকাতা

বেহালার লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার চালক, আগুন পুলিশের গাড়িতে, চলল কাঁদানে গ্যাস  

বেহালয় স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বরিশা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রের । ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিল বেহালা চৌরাস্তা। দেহ ফেলে রেখে বিক্ষোভে স্থানীয়রা। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণী।। আগুন লাগানোর অভিযোগ পুলিশের গাড়িতে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইকও। পুলিশ কর্মীকে মারধরও করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব‍্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাটানো হল কাঁদানে গ‍্যাসের শেল। অকুস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী। রয়েছেন অ‍্যডিশনাল সিপিও। ডায়মণ্ডবারবার রোডে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে ফের গাড়ি চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা সরোজ। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা দ্রুতগতির লরি পিষে দেয় বাবা ও ছেলেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের। সরোজ সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। খুদের দেহ আটকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সব মিলিয়ে ব্যস্ত চৌরাস্তা রণক্ষেত্রে চেহারা নেয়।