রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৮৬ জন। ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৭২ জন। অন্যদিকে আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৭২ জনের মৃত্যুর পর করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। ফলে রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১২৪৩ জন। আজ বুলেটিন প্রকাশ করে একথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর।