হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান টিকু তালসানিয়া। অভিনেতার অবস্থা চরম সঙ্কটজনক। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার বয়স ৭০ বছর। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। টিকু ‘সার্কাস’, ‘হাঙ্গামা’, ‘স্পেশ্যাল২৬’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!’-এর মতো ছবিতে কাজ করেছেন। এবং সুপারহিট টিভি শো এবং দেবদাসের মতো ছবিতে কাজ করেছেন। টিকু তালসানিয়া ১৯৮৪ সালে দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি টিভি এবং চলচ্চিত্রে শুধুমাত্র কমিক চরিত্রে অভিনয় করেছেন। টিভি এবং চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তিনি প্রচুর থিয়েটারও করেছেন। তিনি হিন্দি, মারাঠি এবং গুজরাটি থিয়েটারে কাজ করেছেন। তাকে শেষবার দেখা গিয়েছিল রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’-তে। টিকু তালসানিয়া সালমান খান এবং আমির খান অভিনীত ‘আন্দাজ আপনা আপনা’-এ ইন্সপেক্টর পান্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার কমিক স্টাইল দিয়ে মানুষকে একটি স্মরণীয় চরিত্র উপহার দিয়েছিলেন। এছাড়া ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাঙ্গামা’ ছবিতে তিনি পপট শেঠের আরেকটি মজার ও স্মরণীয় চরিত্রে অভিনয় করেছিলেন। নব্বইয়ের দশকে প্রতি বছর তার ৫-৮টি ছবি মুক্তি পেত৷ অভিনেতার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।