দেশ

এক্সিট পোলের পরই শেয়ার বাজারে আদানি ঝড়, একদিনেই ‘লাভ’ ২ লক্ষ ৬০ হাজার কোটির

বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পর আজ প্রথমবার শেয়ার বাজারে লেনদেন হল। আর আজ বাজারে লেনদেন শুরুর ১৫ মিনিটেই রকেট গতিতে সেনসেক্স ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করে। আর আজ আদানি গ্রুপের শেয়ারের দাম আজ ১৬ শতাংশ বেড়েছে। মাত্র দুটি সেশনে গ্রুপের বাজার মূলধনে ২.৬ লক্ষ কোটি টাকারও বেশি ট্রেডিং ভলিউম যুক্ত হয়েছে।  আজ আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর বেড়েছে ৭ শতাংশ, আদানি এনার্জি সলিউশনস বেড়েছে ৮ শতাংশ, আদানি পোর্টস ও এসইজেড বেড়েছে ৯ শতাংশ, আদানি পাওয়ার বেড়েছে ১২ শতাংশ, আদানি গ্রিন এনার্জি ৭ শতাংশ, আদানি টোটাল গ্যাস বেড়েছে ৭ শতাংশ, আদানি উইলমার বেড়েছে ৩.৫ শতাংশ, অম্বুজা সিমেন্ট বেড়েছে ৪ শতাংশ এবং এসিসি বেড়েছে ৩ শতাংশ।  এদিকে সম্প্রতি মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের ধনীতম ব্যক্তি হয়েছেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, শেয়ার বাজারে গৌতম আদানির গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলির স্টকের দাম বৃদ্ধির ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানিকে ছাপিয়ে গিয়েছেন আদানি।