দিল্লি সফরে এসেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজধানী শহরে তৃণমূল সুপ্রিমোর হাজিরায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। জেডিইউয়ের প্রাক্তন নেতা পবন ভর্মার তৃণমূলে যোগদান কিংবা অশোক তনওয়ার এবং কীর্তি আজাদর তৃণমূলে যোগদানের গুঞ্জন কিংবা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোর তৃণমূলে যোগদান, সবকিছু নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো যখন দিল্লিতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে। ওরা ভাবছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা হচ্ছে তাতে সুবিধা পাবে জোড়াফুল শিবির। পশ্চিমবঙ্গকে লুটে নিচ্ছে তৃণমূল। আর সেই বিপুল অর্থের মাধ্যমে তৃণমূল দিল্লিতে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলে তোপ দাগেন অধীর চৌধুরী।