রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় আচমকা বিস্ফোরণের জেরে ৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই রাজ্যজুড়ে শুরু হয়েছে শোরগোল। একযোগে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে তাতে এটা স্পষ্ট যে বাংলার সরকার যেখানে খুশি সেখানে বিস্ফোরক ব্যবহারের অনুমতি দিয়েছে। বিস্ফোরকের ব্যবসায়ীদের তাদের ব্যবসা চালানোর জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এর ফলেই ধারাবাহিক ভাবে বিস্ফোরণ হচ্ছে আর মারা যাচ্ছেন মানুষ। এটা বাংলার সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যখন কোনও বিস্ফোরণ হচ্ছে তখন আমরা জানতে পারছি কেউ মারা গেছে। তারপর আবার সবাই চুপচাপ হয়ে যাচ্ছেন এবং অবৈধ ব্যবসা চলেই যাচ্ছে কারণ সরকার নীরব থাকতে পছন্দ করে আর সাধারণ মানুষকে তার মূল্য দিতে হয়।”