জেলা

হাইকোর্টের নির্দেশে ভর্তি প্রক্রিয়া শুরু, নোটিস বিশ্বভারতী কতৃপক্ষের

আদালতের নির্দেশে ফের শুরু হল ভর্তি প্রক্রিয়া ও ফলাফল প্রকাশ।  নোটিস দিয়ে জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর আগে উপাচার্যকে ঘেরাও করে রাখার বিষয়টি সামনে এনে ভর্তি প্রক্রিয়া ও ফলাফল প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তোলে পড়ুয়ারা। এই দুটি ক্ষেত্রে উপাচার্যের তেমন কোনও ভূমিকা নেই। তবুও বিশ্বভারতী কর্তৃপক্ষ আন্দোলনের গতি থামাতে তুঘলকি আচরণ করছে বলে দাবি করেন পড়ুয়ারা। শুক্রবার হাইকোর্ট ভর্তি প্রক্রিয়া ও ফলাফল প্রকাশ চালু করার নির্দেশ দেয় বিশ্বভারতীকে। সেই নির্দেশ পেয়েই আজ, শনিবার তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া ও ফলাফল প্রকাশ পুনরায় শুরু হল বিশ্ববিদ্যালয়ে। হাইকোর্টের এই সিদ্ধান্তে বিশ্বভারতী প্রশাসনের মুখ পুড়লেও স্বস্তিতে পড়ুয়ারা।