আগামী ৩ জুলাই হবে জয়েন্ট (অ্যাডভান্স) পরীক্ষা। পরীক্ষার দিন ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, আইআইটিতে ভর্তির ক্ষেত্রে দ্বাদশে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হতো। তবে এবার সেটিতে ছাড় দেওয়া হয়েছে। কোভিড আচরণবিধি মেনেই পরীক্ষা হবে বলেই জানিয়েছেন তিনি। দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেবে আইআইটি খড়্গপুর। সকাল ৯টা থেকে বেলা ১২টায় হবে পেপার ওয়ান। দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পেপার টু। জয়েন্ট (মেইন) পাশ করা পড়ুয়াদের মধ্যে থেকে আড়াই লক্ষ ছাত্রছাত্রীকে এই প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দেশের ২৩টি আইআইটিতে ভর্তির সুযোগ পাবে। কেবল ভারতই নয়, ঢাকা, দুবাই, কাঠমাণ্ডু এবং সিঙ্গাপুরেও পরীক্ষাকেন্দ্র হবে বলেই বৃহস্পতিবার জানিয়েছেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র তিওয়ারি।