ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। আজ শুক্রবার রাজধানীর গ্রিন জোন বা অভিজাত এলাকা হিসেবে পরিচিত ওয়াজির আকবর খানের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) আজকের হামলার পিছনে রয়েছে।