বিদেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আফগানিস্তানের আকাশসীমা, যাত্রাপথ পরিবর্তন একাধিক বিমান সংস্থার

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আফগানিস্তানের আকাশসীমা। বন্ধ করে দেওয়া হল হামিদ কারজাই বিমানবন্দর। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে এই সিদ্ধান্তের কথা। ভারতের অসামরিকর বিমান পরিবহন মন্ত্রক সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, কাবুলগামী সব বিমান অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করে দেওয়া হল। বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের সব বিমান। ইউনাইটেড এয়ারলাইন, ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক সহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলিও সাফ জানিয়ে দিয়েছে যে কোনওভাবেই আফগানিস্তান এয়ার স্পেস ব্যবহার করবে না তারা। আফগানিস্তানের আকাশসীমা এড়ানোর জন্য বেশ কয়েকটি বড় বিমান সংস্থা তাদের উড়ানের যাত্রাপথ পরিবর্তন করেছে কিংবা ফিরিয়ে দিয়েছে। বর্তমানে,আমেরিকা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলিকে একটি উপসাগরীয় দেশে ডাইভার্ট করা হচ্ছে । জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য নতুন রুট নির্ধারণ করছে । আন্তর্জাতিক সব বিমান ঘুরপথে গন্তব্য়ে পৌঁছবে। ফলে, বিমান পরিষেবা ব্য়াহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লিগামী সব বিমান দোহা বা সংযুক্ত আরব আমিরশাহী হয়ে আসবে। এয়ার ইন্ডিয়ার শিকাগো-দিল্লি বিমানের পথ বদল করে দেওয়া হয়েছে। এদিন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে মার্কিন সেনা শূণ্যে গুলি চালায়।