বিদেশ

কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএস, আশঙ্কা মার্কিন প্রতিরক্ষা সচিবের

আফগানিস্তানের অধিকাংশ জায়গা দখল করার পর এক বিশৃঙ্খল পরিস্থিতি গোটা দেশ জুড়েই। কাবুল বিমানবন্দরই এখন বিদেশীদের আফগানিস্তান ছাড়ার একমাত্র রাস্তা। বিমানবন্দরে এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের সেনা। কিন্তু মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যে কোনও সময় কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইসিস। মার্কিন প্রতিরক্ষা সচিব জ্যাক সুলিভান সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমাদের কাছে আইসিস হামলার হুমকির প্রমাণ আছে। বারবারেই এমন হুমকি দেওয়া হচ্ছে। ফলে এরকম এক হুমকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাকর্মী ছাড়াও তাদের টার্গেটে রয়েছে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকরাও। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এক সতর্কবার্তায় নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণ যেকোনও মুহূর্ত আইসিসের আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।