সদ্য প্রকাশিত হল আফরোজা সুলতানা-র লেখা পঞ্চম একক বই ‘চ্যাপ্টার্স আনলিশ্ড’। দ্যা লিটল বুকটিক হাব থেকে প্রকাশিত এই বইটি মূলত একত্রিশটি বিষয়কে অবলম্বন করে লেখা একত্রিশটি ভিন্ন ধারার ছোট গল্পের সংকলন। পেশায় শিক্ষিকা হলেও সাহিত্যর প্রতি অদম্য ভালোবাসা থেকেই গল্প- কবিতা লেখা শুরু করেন আফরোজা। লেখিকার সাহিত্যচর্চা ইংরেজী সাহিত্যের হাত ধরে শুরু হলেও বর্তমানে তিনি সমান ভাবে বাংলা এবং ইংরেজী ভাষায় লিখে চলেছেন ছোট গল্প, উপন্যাস, উপন্যাসিকা। গতবছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয় তাঁর লেখা রহস্য সংকলন প্রহেলিকা। লিখেছেন একাধীক ছোট-বড়ো পত্রিকায়, এবং সম্প্রতি দ্যা লিটল বুকটিক হাব-এর পক্ষ থেকে ভূষিত হয়েছেন সাহিত্য গালিব অ্যাওয়ার্ড সম্মাননায়। তাঁর লেখা প্রথম গল্প ‘হার ইনবক্স ওয়ার্ল্ড’ আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হয় পূর্বাশা এখন পত্রিকায়। তাঁর লেখা প্রথম উপন্যাস ‘ইট্স ইউ অ্যান্ড আই’ ।