উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং সহ পাহাড়ের অনেকাংশ৷ আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত পাহাড়। ঘনঘন সেখানে নামছে ধস ৷ এই অবস্থায় পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া চারদিনের সফরে একাধিক প্রশাসনিক এবং দলীয় বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী রওনা দেবেন রবিবার। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। ২৫ অক্টোবর কার্সিয়াং-এ প্রশাসনিক বৈঠক। ২৭ অক্টোবর রাতে কলকাতায় ফিরবেন তিনি। কলকাতায় ফেরার পরের দিনই গোয়া সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশের জেরে তা বাতিল করতে হয়। এবার জানা গিয়েছে ২৪ অক্টোবর রবিবার তিনি উত্তরঙ্গে যাচ্ছেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথমবার উত্তরবঙ্গ সফর। পৌঁছেই কমিশনারের মাঠে বিজয়ী সম্মিলনীতে যোগ দেবেন। পরেরদিন অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার তিনি কার্সিয়াং যাবেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর মঙ্গল ও বুধবার, ২৬ ও ২৭ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক বৈঠক করবেন ভার্চুয়ালি। এরপর তিনি ২৭ অক্টোবর রাতেই কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ সফর সেরেই সোজা গোয়া উড়ে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একাধিক কর্মসূচি রয়েছে দ্বীপরাজ্যে। ৩০ অক্টোবর সম্ভবত তিনি কলকাতায় ফিরবেন।