মানালির রাস্তায় সার সার গাড়ি। থিকথিকে ভিড়। হাঁটাচলা দায়। একই ছবি সিমলায়। একই ছবি মুসৌরিতে। করোনা বিধির কারণে তিন মাস ঘরবন্দি জীবন। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর শিথিল হচ্ছে বিধি। আর সঙ্গেই সঙ্গেই পর্যটনস্থলে ভিড় করছে সাধারণ মানুষ। এই নিয়েই এবার কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্র। ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’, হুঁশিয়ারি দিলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ভি কে পল। তিনি কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সেরও সদস্য। জুন থেকে দেশে একটু একটু কমছে সংক্রমণ। রাজ্যগুলো থেকে উঠে যাচ্ছে লকডাউন। ফলে মানুষ পাহাড়ি শহরে ভিড় জমাচ্ছেন। এই নিয়ে ভি কে পল বললেন, ‘পর্যটন কেন্দ্রে মানুষ আনন্দের মুডে রয়েছেন। সেখানেই কোভিড সংক্রমণের ঝুঁকি বেশি। ভিড় জায়গায় সংক্রমণ ছড়ায় অনেক বেশি। বেড়ানো থাকবেই। তবে আমরা যদি দায়িত্বজ্ঞানহীন হই এবং কোভিড বিধি না মানি, তাহলে ভাইরাস আরও দ্রুত ছড়াবে।’
ভি কে পল আরও বললেন, ‘বেড়িয়ে এই লোকগুলো ঘরে ফিরবেন এবং আরও মানুষকে সংক্রামিত করবেন। এটাই উদ্বেগের বিষয়। সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে যতটা এগিয়েছি, উল্টে যেতে পারে। এ ধরনের দায়সারাভাব মানা যায় না। কোভিডের বিরুদ্ধে আরও প্রচার দরকার।’