দেশ

আরব সাগরে নতুন ঘূর্ণিঝড়, ‘গুলাব’ ফিরছে ‘শাহিন’ হয়ে, আইএমডি-র সতর্কবার্তা

সাইক্লোনের নতুন আশ্রয়স্থল এবার আরব সাগর। এবার সেখান থেকেই  সাইক্লোন গুলাব ফের নতুন চেহারা নিতে চলেছে বলে জানিয়েছে  আইএমডি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এবার সাইক্লোন গুলাব ফের একবার পুর্নজন্ম নিয়ে সাইক্লোন ‘শাহিন’ নাম নিয়ে সাগরে ফুঁসে উঠতে চলেছে । আইএমডি-র তরফে সতর্ক বার্তা দিয়ে জানানো হয়েছে, গুলাবের প্রভাবে ভারতের পশ্চিম উপকূলে ধেয়ে আসতে পারে একটি ঘূর্ণিঝড়। শুক্রবারই এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব আরব সাগর এবং গুজরাত উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত আবির্ভূত হবে বলে মনে করা হচ্ছে। এক আইএমডি কর্তা জানিয়েছেন, সম্ভবত শুক্রবার সিস্টেমটি আরও তীব্র আকার ধারণ করতে পারে, যার জেরে এই অঞ্চলে ঘূর্ণিঝড় শাহিন তৈরি হতে পারে। উত্তর পূর্ব আরব সাগর ও তার সংলগ্ন এলাকায় এই ঝড় প্রবল প্রতাপ দেখাতে শুরু করবে। আবহবিদরা জানিয়েছেন, এ ভাবে একটি ঘূর্ণিঝড়ের লেজ থেকে শক্তি বাড়িয়ে আরও একটি ঘূর্ণিঝড়  তৈরি হওয়ার ঘটনা বিরল। এবার সেই গুলাবের পুর্নজন্ম  হওয়া ‘সাইক্লোন শাহিন’ আরব সাগরের কূলে অবস্থিত রাজ্যগুলিতে ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রভাব দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। আরব সাগরে ৯৬ থেকে ১২০ কিলোমিটারের গতিতে বয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, গোয়া, কঙ্কন, মধ্যপ্রদেশে প্রবল পরিমাণে বর্ষণ হতে পারে। যদিও পরবর্তীতে ঘূর্ণিঝড়টি ওমানের দিতে চলে যেতে পারে।