কলকাতা

দেড় ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর অভিষেকের বাড়ি থেকে বেরোল সিবিআই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই নোটিসের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে গতকাল জিজ্ঞাসাবাদ করার কথা ছিল । সেইমতো মেনকাকে গতকাল জিজ্ঞাসাবাদ করে সিবিআই । অন্যদিকে, রুজিরা আজ দেখা করার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে । প্রায় দেড় ঘণ্টা রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল। এদিন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিত্‍ দাস। এছাড়া অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার ছাড়াও ছিলেন ডিএসপি মর্যাদার দুই মহিলা অফিসার। রুজিরার সময় মতোই তাঁর বাড়িতে সকাল বেলায় হাজির হন তদন্তকারী অফিসাররা। রুজিরার দেওয়া সমস্ত বয়ান লিখিত ও রেকর্ড আকারে নিয়েছেন সিবিআই অফিসাররা, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।