জেলা

বিনয়-বিমলের বৈঠকের পরই জিটিএ-র শীর্ষ আমলার পদে বদল

গতকাল সন্ধ্যায় একযোগে আলোচনায় বসেছিলেন বিনয়-বিমলের দুই মোর্চা নেতা। মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করলেন, আলোচনা করলেন একদা তাঁর রাজনৈতিক শিষ্য পদত্যাগী নেতা বিনয় তামাং। পাহাড়ের মানুষজন বলছেন এটা হওয়ারই ছিল। মোর্চা নেতৃত্ব যদিও বলছেন, পাহাড়ের উন্নয়নের স্বার্থেই এবার একজোট হতে চলেছেন দুই যুযুধান নেতা। এর একদিন পরই জিটিএ-এর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্র গুপ্তাকে সরিয়ে ওই জায়গায় নিয়ে এলেন বর্ষীয়ান আমলা অজিত রঞ্জন বর্ধনকে। রাজনৈতিক মহলের মতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। পাহাড়ের রাজনীতিতে শান্তি ফেরাতে একদিকে যখন যুযুধান দুই প্রতিপক্ষকে একদিকে আনা গিয়েছে অন্যদিকে পাহাড়ের উন্নয়নে গতি আনতে অভিজ্ঞ আমলাকে দায়িত্ব দিয়ে পাহাড়বাসীকে বিশেষ বার্তা দিতে চাইলেন। বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমলা স্তরে রদবদলের। সুরেন্দ্র গুপ্তাকে জনস্বাস্থ্য দফতরের সচিব করা হয়েছে। অপরদিকে অজিত রঞ্জন বর্ধন ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব। তাঁকেই বাড়তি দায়িত্ব হিসেবে জিটিএ-এর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদ দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি ডিভিশনের কমিশনারের বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে অজিতবাবুকে।